মাধবপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সিলেট আনার পর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


জুন ১২, ২০২০
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন



মাধবপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সিলেট আনার পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে সিলেটে আনার পর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ফয়েজ মিয়া (৩০)। তিনি সিলেটের সদর উপজেলার মতিউর রহমানের ছেলে।

আজ শুক্রবার (১২ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেলঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন ৫ জন। তাদের মধ্যে ফয়েজ মিয়াকে সিলেটে নিয়ে আসা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি কাবার ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,ফলে পিকাপ টি ধুমড়ে মুচড়ে যায়,এতে পিকাপে থাকা ড্রাইভার সহ ৫জন গুরুতর আহত হয়। ট্রাকের ড্রাইভার ও সহকারী পালিয়ে যায়।

আহতরা হলেন ব্রাম্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার আবু সৈয়দ এর ছেলে হান্নান (৪৫) জমির মিয়ার ছেলে জহির (৪০), সিলেট দক্ষিণ সুরমার ময়না মিয়ার ছেলে মিজানুর রহমান( ২৮) ও ফয়েজ মিয়ার ছেলে ইমন মিয়া (২৩)।

এসএমআর/আরসি-১৯