চুনারুঘাট সংবাদদাতা
জুন ১৩, ২০২০
০৪:০১ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৪:০১ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় করোনামুক্ত হলেন দুই চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা।
জানা যায়, চুনারুঘাট হাসপাতালে কর্মরত করোনাযোদ্ধা দুই চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ ও ডা. এম এ লতিফসহ তাদের স্ত্রী ও সন্তানদের করোনা রিপোর্ট গত ২১ মে পজিটিভ আসে। পরবর্তীতে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আজ শনিবার (১৩ জুন) চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডা. মোজাম্মেল হোসেন ও আরএমও ডা. ফাতেমা হক তাদেরকে সুস্থ হিসেবে ছাড়পত্র প্রদান করেছেন।
এ সময় করোনাজয়ী দুই চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ ও ডা. এম এ লতিফ বলেন, আমাদের সকলের উচিত সরকারি নিয়মনীতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া। অবশ্যই মাস্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে পালন করা। আমাদেন মনে রাখতে হবে, করোনাভাইরাস ছোঁয়াচে রোগ। তবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে এ থেকে আমরা সবাই রক্ষা পাব।
এফএম/আরআর-০৬