নবীগঞ্জে এক সঙ্গে তিন সন্তানের জন্ম

নবীগঞ্জ প্রতিনিধি


জুন ১৩, ২০২০
০৬:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৬:৫১ অপরাহ্ন



নবীগঞ্জে এক সঙ্গে তিন সন্তানের জন্ম

হবিগঞ্জের নবীগঞ্জে রেখা আক্তার (৩০) নামের এক নারী এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।

রেখা আক্তার উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী।

নবজাতকদের বাবা আব্দুল বাছেত বলেন, রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজনের সহযোগিতায় তাকে জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে।

 

আরআর-১৫