নবীগঞ্জ সংবাদদাতা
জুন ১৭, ২০২০
১০:২৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
১১:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান এক আসামীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে অভিযান চালিয়ে সাজান মিয়া (৩৫) নামের ওই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার অপর আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে গত এপ্রিল মাসের ৬ তারিখ নবীগঞ্জ থানায় দু'জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এর মধ্যে মামলার দায়ের এর প্রায় দুই মাস পর প্রধান আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। ধর্ষণ মামলার প্রধান আসামী সাজান মিয়া নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের মতলিব মিয়ার ছেলে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. সামছুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ বাশডর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এএইচএম/বিএ-০১