মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


জুন ১৮, ২০২০
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৫:১৬ অপরাহ্ন



মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মিশু মিয়ার মেয়ে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্বার করা হয়।

জানা গেছে, সকাল থেকে শিশুটির কোনো খোঁজ না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে তার নিথর দেহ পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করেন পরিবারের লোকজন। তাদের ধারণা, সকালে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

এসএম/আরআর-১১