হবিগঞ্জে শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক


জুন ২২, ২০২০
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন



হবিগঞ্জে শনাক্ত ১৫

হবিগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (২১ জুন) ঢাকা থেকে তাদের রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। 

তিনি বলেন, 'আজ রবিবার জেলায় করোনা আক্রান্ত আরও ১৫ জন শনাক্ত হয়েছেন। তাদের রিপোর্ট আজ রাতে ঢাকা থেকে পাঠানো হয়েছে।'

অন্য একটি সূত্র থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে নবীগঞ্জের ৬ জন, মাধবপুরের ৪ জন, বাহুবলের ১ জন, সদর উপজেলার ৩ জন ও চুনারুঘাটের একজন রয়েছেন। 

এ নিয়ে জেলায় মোট ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ১৬৬ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন পাঁচজন । সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৬৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪২ জন, সুনামগঞ্জে ১৯১ জন, হবিগঞ্জে ১৬৬ জন ও মৌলভীবাজারে ৯৪ জন। 

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে চারজন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন । 

এনএইচ/এনপি-১২