চুনারুঘাটে কৃষকলীগের সভা, ফলজ গাছ বিতরণ

চুনারুঘাট সংবাদদাতা


জুন ২২, ২০২০
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৩:০৮ অপরাহ্ন



চুনারুঘাটে কৃষকলীগের সভা, ফলজ গাছ বিতরণ

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মুজিবুর রহমান। 

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ'র পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের ও মো. আকছির মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সুমন তালুকদার ও মীর জুবায়ের আলম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। পৌর কৃষকলীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক রহমত তালুকদার প্রমুখ।

উপজেলা প্রাঙ্গনে কৃষকলীগের উদ্যোগে ফলজ গাছ রোপণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল ও অতিথিগণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচীতে উদ্বুদ্ধ হয়ে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ৩ মাস ব্যাপী কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে ১শত পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়।

জেএ/বিএ-০৬