শায়েস্তাগঞ্জে করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুন ২২, ২০২০
০৫:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৫:৪৪ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (২২ জুন) সকাল ১১টায় আক্রান্তদের বাড়ি চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার দুইজন এবং বাহুবলফেরত এক মাদরাসা শিক্ষকের করোনা শনাক্তের খবর আসে। ওই শিক্ষক শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়চর গ্রামের তাহির মিয়ার ছেলে জয়নাল মিয়া। তিনি বাহুবল উপজেলার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। শায়েস্তাগঞ্জ থানার সহায়তায় ১৪ দিনের জন্য তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় নতুন করে আক্রান্ত আরও দুইজনের মধ্যে একজন শায়েস্তাগঞ্জ পুরান বাজারের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রেজাউল করিম। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নতুন তিনজনের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন জানান, শায়েস্তাগঞ্জে এ যাবত মোট আক্রান্ত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ৫ জন শায়েস্তাগঞ্জে বসবাস করেন এবং ৩ জনের বাড়ি অন্যত্র। আক্রান্তদের মধ্যে ২ জন সুস্থ হয়েছেন এবং ২ জনের বাড়ি লকডাউন করা হয়েছে।

 

এসডি/আরআর-০২