শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা


জুন ২৩, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু

গত শনিবার ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত অলিপুর বাজারের ব্যবসায়ী, ছাত্রদল নেতা হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার মারা গেছেন। 

আনু উপজেলার শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে ও নাজু আক্তার ব্রাক্ষণবাড়িয়ার মেরাসানি এলাকার বাসিন্দা। 

গত শনিবার সকাল ৯ টায় মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে পিকাপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে গুরুতর আহত হয়েছিলেন হাবিবুর রহমান  আনু মিয়া (২২) ও নাজু আক্তার (৩০)। 

আহত দুইজনের  অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাত তিনটার দিকে আনু মারা যাওয়ার ঘন্টাখানেক পর তার খালাতো বোন নাজু আক্তারও মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমান আনুর ভাই মো. উজ্জল আহমেদ।

এসডি/বিএ-১২