নবীগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০১:১১ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০৫:১১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (২৩ জুন) আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
নতুন আক্রান্তদের মধ্যে আছেন একজন চিকিৎসক, একজন ব্যাংক কর্মকর্তা, একজন ইঞ্জিনিয়ার (বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট), এসিল্যান্ড অফিসের একজন সহকারী, নবীগঞ্জ হাসপাতালের এক ওয়ার্ড বয় ও এক স্বাস্থ্যকর্মীর স্বামী। এছাড়া ইতোপূর্বে পরীক্ষায় পজিটিভ আসা এক ব্যাংক কর্মকর্তার ১৪ দিন পর আবারও পজিটিভ রিপোর্ট এসেছে।
নবীগঞ্জে গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন তিনি।
এএম/আরআর-০৬