হবিগঞ্জের বাহুবল ইউনিয়নে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২০
১১:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
১১:২৭ অপরাহ্ন



হবিগঞ্জের বাহুবল ইউনিয়নে সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে দেশের আরও চারটি জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে সরকার। এর মধ্যে হবিগঞ্জের বাহুবল ইউনিয়নও রয়েছে। এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

যেসব জেলায় রেড জোন চিহ্নিত করে ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন বাহুবল ইউনিয়ন। আগামীকাল ২৪ জুন থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত এই সাধারণ ছুটি থাকবে।

এর আগে রবিবার (২১ জুন) করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে দেশের ১০ জেলায় রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এনএইচ/বিএ-২১