সিপিএলে নাসুম ও রানার ভাগ্য নির্ধারণ আজ

খেলা ডেস্ক


জুন ২৪, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন



সিপিএলে নাসুম ও রানার ভাগ্য নির্ধারণ আজ

ফ্র্যাঞ্চাইজি টুটুর্নামেন্ট ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগ সিপিএলে খেলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা খেলেছেন। এবার নতুন দুইজন ক্রিকেটারের সিপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা জায়গা পেলেন প্লেয়ার্স ড্রাফটে। আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত নিলামে তাদের ভাগ্য নির্ধারণ হবে।
নিলামে থাকা নাসুম ও মেহেদী বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। ড্রাফটে তাদের দুজনের নাম উঠার বিষয়টি তদারকি করেছে ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট।
জানা গেছে তাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৭৫ হাজার টাকা। দশম রাউন্ডে ডাক উঠবে তাদের। প্রতি ডাকে বাড়বে পাঁচ হাজার ডলার করে।
গত বিপিএলে চট্টগ্রামের হয়ে নজর কাড়েন নাসুম। ১৩ ম্যাচে ৭.২৬ ইকোনোমিতে নেন ৬ উইকেট। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ডাক পেয়েছেন তিনি। গত বিপিএলে মেহেদী ১০ ম্যাচে ৭.৫০ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। এই পেসার সুযোগ পেয়ে যেতে পারেন সিপিএলে। সবকিছু ঠিক থাকলে ১৮ আগস্ট থেকে শুরু হতে পারে সিপিএল। ত্রিনিদাদে বসতে পারে এবারের লিগ।
এএন/০২