মিনার মোহাম্মদ
জুন ২৭, ২০২০
১২:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
১২:১৭ অপরাহ্ন
করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠছে। সংক্রমণ বাড়ছে। নমুনা পরীক্ষায় কিটের সঙ্কট চলছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, দেশের অন্তত ৯টি জেলার ১২টি পরীক্ষাকেন্দ্রে কিটের সংকট রয়েছে। বাকি পরীক্ষাকেন্দ্রগুলোর অধিকাংশের কাছে যে পরিমাণ কিট মজুত আছে, তা শেষ হওয়ার পথে।
সারাদেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৬৬টি পরীক্ষাকেন্দ্রে করোনার নমুনা শনাক্তকরণ পরীক্ষা চলছে। অধিকাংশ পরীক্ষাকেন্দ্রেই কিটের ঘাটতি রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কমপক্ষে ২০ হাজার নমুনা পরীক্ষা করা উচিত। কিন্তু এ পর্যন্ত দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। পরীক্ষার হিসাবে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। আমাদের দেশে কিটের অভাবে পরীক্ষার সংখ্যা বাড়ছে না। ফলে প্রতিদিন পরীক্ষাক্ষেন্দ্রে নমুনা জমা হচ্ছে। এমনকি অকার্যকর ও বাতিল হয়ে যাচ্ছে। যাঁদের নমুনা বাতিল হচ্ছে, তাঁদের দ্বিতীয়বার নমুনা নেওয়া হচ্ছে না। ফলে তাঁদের নিজেদের এবং অন্যদেরও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে।
তাই সরকারের কাছে বিনীত দাবি, পরীক্ষার জন্য কিটের মজুত বাড়ান। মানুষের দুশ্চিন্তা দূর হোক।
লেখক : সমাজকর্মী