নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২২
০২:৪৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০৫:২৪ অপরাহ্ন
বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে একটি দিন পার করল ১৯৯১ সালে এসএসসি উত্তীর্ণ সিলেট বিভাগের বন্ধুরা। শনিবার (২২ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রিজেন্ট পার্কে আয়োজন করা হয় মিলন মেলা ২০২২। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল অনুষ্ঠান স্থলে রিপোর্ট, অভ্যর্থনা ও টি-শার্ট গ্রহণ, আড্ডা ও ফটোসেশন, পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলে- মেয়েদের পৃথক খেলা, উন্মুক্ত খেলা, র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ, চা-চক্র ও ফুচকা আপ্যায়ন ও উপহার সামগ্রী প্রদান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বন্ধুদের অনুভূতি প্রকাশ। ৪৫ উর্ধ্ব ৫০ ছুঁইছুঁই বয়সী বন্ধুরা যেন ফিরে গিয়েছিল কৈশোরে। নাচ-গান, ক্রীড়া প্রতিযোগিতা আর মনোমুগ্ধকর র্যাফেল ড্র ছিল অন্যতম আকর্ষণ। কৃষি উদ্ভাবন জাত/প্রযুক্তি খাতে এআইপি নির্বাচিত হওয়ায় আলীমুছ ছাদাত চৌধুরী ও সিলেট বিভাগের (মাধ্যমিক) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আবু নছর মুহাম্মদ সুফিয়ানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
মোহাম্মদ লাহীন উদ্দিন ও এম এ আজিজের প্রানবন্ত উপস্থাপনায় পরিচালিত সার্বিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মোহাম্মদ মিজানুর রহমান, হাসান মুর্শেদ খান, সৈয়দ মুনিম আহমদ রিমন। তাদের গানের তালে ধামাইল নৃত্যে মাতোয়ারা হন ৯১'র কিশোর-কিশোরীরা। সুনামগঞ্জ জেলার তাহিরপুর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, মৌলভীবাজার জেলার কুলাউড়া, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ওসমানীনগর, জকিগঞ্জসহ বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ১৯৯১ সালে এসএসসি উত্তীর্ণরা যোগ দেন মিলন মেলায়। শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সরকারী/বেসরকারী ও বিদেশী প্রতিষ্ঠানে কর্মরত বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলা পরিণত হয় সেই কৈশোরের পাঠশালায়। পুরনো দিনের স্মৃতি বিনিময় করেন একে অন্যের সাথে। এমন আয়োজনে মুগ্ধ সবাই ধন্যবাদ জানান উদ্যোক্তাদের। যাদের আন্তরিক প্রচেষ্টায় সম্পন্ন হয় এই মিলন মেলা তাদের সকলের শুভ কামনার পাশাপাশি আহবান ছিল প্রতি বছর এরকম আয়োজন অব্যাহর রাখার। ১৮০ জন নিবন্ধন করলেও নানা কারণে অনুপস্থিত ছিলেন কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ মোবাইলের মাধ্যমে সংযুক্ত হন অনুষ্ঠানে। আবার নিবন্ধন ছাড়াও বন্ধুদের এই আয়োজনে সঙ্গ দেন কেউ।
মিলন মেলায় নিবন্ধনকারীরা হচ্ছেন আনোয়ার চৌধুরী, রফিক আহমেদ শাহেদ, মনজুর আহমেদ, আলীমুছ ছাদাত চৌধুরী, টিপু ফাহিমুজ্জামান, মোহাম্মদ লাহীন উদ্দিন, সাদ জাবেদ, ফাতেহা শিরিন সোমা, সোহেল আহমেদ শাহেল, মোহাম্মদ কবির উদ্দিন, মুহাম্মদ সানা উল্লাহ, মোহাম্মদ আব্দুল হাদী, মোহিত রহমান, সাকেরা সুলতানা জান্নাত, সালেহ আহমেদ, অনুরূপ আচার্য্য, মুসাব্বির মুসা, সারোয়ার হোসেন সেলিম, গোপাল বাহাদুর, এনাম ইসলাম, সেলিম আহমেদ, মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী, আনোয়ার হোসেন, নার্গিস শিখা, মোহাম্মদ খুবেব, মোহাম্মদ তোফায়েল আহমেদ, ইসমত হানিফা, গোলাম সারোয়ার লিটন, সালেহ আহমেদ, আশরাফ চৌধুরী, ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, আসাদুজ্জামান আসাদ, কয়েস আহমেদ, শাহীন আহমেদ, মো. ওমর ফারুক, নাবিল আহমেদ, শামসুল আলম জাকারিয়া, শাহিন আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ আলতাফ হোসেন, ইলিয়াছ উদ্দিন লিপু, মঈন উদ্দিন খোকন, এনায়েতুল বারী মুন, মো. আব্দুল মুতলিব, নুরুল আমিন, ফৌজিয়া আক্তার, জুনেদ আহমেদ, আমিনুর রহমান চৌধুরী, আবুল হাসান, রাখাল দে, মাহবুবুল আলম আজাদ, রায়হান মাসুদ রাসেল, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ নুরুজ্জামান নুরুল, অ্যাডভোকেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, আব্দুল মুকিত, শিব্বির আহমেদ, রাব্বি কামাল চৌধুরী টিপু, আজিজুর রহমান শিপন, সৈয়দ মোর্শেদ আলী, বিদ্যুৎ বাপ্পা, সুবিনয় সুবিনয়, মো. মইনুল হক লাবেলু, মো. আব্দুল হাই নন্না, সঞ্জয় দে, মোর্শেদ টিপু, মাহবুব লস্কর, ইকবাল খান, মো. মাশুক আহমেদ, আসমা আক্তার, শাহিন আজিজ, মুনজেরিন চৌধুরী, মুহাম্মদ আব্দুল বায়েস, শরীফ ইমরান, ফাহিম চৌধুরী, মুহিব রিজভি, শাহেল আহমেদ, মাসুক মিয়া, লুৎফর রহমান,
অ্যাডভোকেট বদরুল ইসলাম, আমিরুল ইসলাম জয়, আবু নছর মুহাম্মদ সুফিয়ান, মিজানুর রব চৌধুরী শিপলু, তৌফিকুল আহসান চৌধুরী, আহমেদ রিজভি, জাহাঙ্গীর আলম, আনোয়ারুল হক, মাসুদ আহমেদ, মো. আমিনুল হক, জুয়েল, মো. লায়েক আহমেদ, নাজমুন নাহার স্বপ্না, আবু সাদাত লাহিন, আবুল হান্নান, আমিন রহমান, ইউসুফ আহমেদ, উত্তম দে, নজরুল ইসলাম, আবু সুফিয়ান, হুমায়ুন কবির, শাহিন সুলতানা ইতি, মো. জাহাঙ্গীর হোসেন মিতু, কাজী লুৎফুর রহমান, স্নিগ্ধা দেব, আমীর খসরু, মো. জাবির আহমেদ, লাইলী বেগম, জামাল মিয়া, বিধু ভূষণ দাস, আমিরুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মুজাহিদ খান, শহিদুল ইসলাম, এম এ আজিজ, আসরাফুজ্জামান খান, শাহ আলম পিন্টু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, করিম রুমেল, সুহেল রানা, খালিদা আফসার, হোসেন আহমেদ, মাসুক আহমেদ, ফারুক আহমেদ, সৈয়দ মুরশেদ কামাল, মো. মুজিবুর রহমান, হাসান মুরাদ খান, মোহাম্মদ শাহ জালাল, জাকির জাফরান, মোহাম্মদ মনির উদ্দিন,
হাসান মাহমুদ, মো. আবুল হাসান খান, নির্মল চন্দ্র রায়, সৈয়দ কায়েস, ললিত মোহন কাপালি, ডা. ইমদাদুল হক, মোহাম্মদ আমিন উদ্দিন, শফিকুল হক দুপুর, লুবনা মোর্শেদ, এনায়েতুল বারী মোর্শেদ, সুয়েব আহমেদ, মওদুদ আল মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, মো. আব্দুল মুমিত, মো. আব্দুল মালিক, সৈয়দ মুনিম আহমেদ রিমন, মৃন্ময় রায় রতন, মাহবুবুল হক, ইফতেখার হোসেন, গৌতম চৌধুরী, আসাদুর রহমান নায়েদ, রাফি শাফকাত, মো. কামরুজ্জামান বাবলু, রবীন্দ্র রায়, মুজিবুর রহমান, বিজিত কুমার আচার্য্য, সুভাষ রঞ্জন দাস, মেহেদী হাসান খান, মো. এবাদুর রহমান, আশীষ কুমার রায়, হাসান আব্দুল খালিক, আব্দুর রশিদ রেনু, কামরুল আহবাব টিপু, গোলাম সারোয়ার সুহেল, রেজাউল আলম তালুকদার, মো. বশির উদ্দিন, মুহিবুল হক, তাপস রঞ্জন তালুকদার, আলতাফ হোসেন বিলাল, বাসিত আহমেদ, আবু হাসান সিদ্দিক, আনিস, চন্দন দত্ত, পারভীন আক্তার, শিরিন আক্তার, জ্যোতি রানী পান্ডে, মাসুদ খান, সজল কান্তি গোপ, পাপলু দাস, রঞ্জিত দেব, মতসির আহমেদ।
এএন/০২