বিসিসিআইয়ের স্পনসর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত!

খেলা ডেস্ক


জুলাই ১০, ২০২০
১০:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
১০:৪১ পূর্বাহ্ন



বিসিসিআইয়ের স্পনসর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত!

আইসিসি আগেই বলেছিল, ভারত ফিক্সারদের স্বর্গরাজ্য। এই কথাগুলো যেন দিন দিন আরও প্রমাণ হয়ে যাচ্ছে। এবার ম্যাচ ফিক্সিংয়ে নাম জড়াল বিসিসিআইয়ের অন্যতম প্রধান স্পনসর ড্রিম ইলেভেনের। শ্রীলঙ্কার ভুয়া টি-টোয়েন্টি লিগ খেলা হচ্ছিল মোহালিতে। এই ঘটনার তদন্তে নেমে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার (এসিইউ) কর্মকর্তারা ড্রিম ইলেভেনের সংশ্লিষ্টতা খুঁজে পান। স্ট্রিমিং প্লাটফর্ম ফ্যানকোড এবং ড্রিম ইলেভেন দুটোই স্পোর্টস টেক কম্পানি ড্রিম স্পোর্টসের অংশ।

এসিইউয়ের পক্ষ থেকে মোহালি পুলিশকে আনুষ্ঠানিকভাবে পাঠানো চিঠিতে লেখা আছে, 'ড্রিম ইলেভেন এই ঘটনায় জড়িত থাকতে পারে। টুর্নামেন্টে যে কিটস ব্যবহার করা হয়েছে সেটা আগের কোনো টুর্নামেন্টের। এটা নকল হওয়ার সম্ভাবনা আছে। তবে ড্রিম ইলেভেনের লোগোর ওপর টেপ মারা ছিল। এটা অদ্ভুত বিষয়। যদি কেউ লোগো দেখাতে না চায় তাহলে তারা জার্সিতে ড্রিম ইলেভেনের লোগো লাগাবে কেন! ফ্যানকোডকেও পুরো বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ ভুয়া টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং করা অপরাধ।'

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং বলেছেন, 'আমরা বলছি না যে ড্রিম ইলেভেনই জড়িত। তবে যেহেতু ফ্যানকোড জড়িত, তাই আমাদের তদন্ত করে দেখতে হবে কিভাবে ম্যাচ আয়োজন করা হলো, কারা এই ম্যাচ কাভার করল। কিছু ভুয়া নথি তো থাকবেই যেখানে দাবি করা হবে, শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে টুর্নামেন্টে কোনোরকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। ফ্যান কোড আমাদের তদন্তে সাহায্য করতে পারে।'

এএন/০৫