জন্মদিনে ৩৫ শিশুর জীবন রক্ষায় সহায়তা দিচ্ছেন গাভাস্কার

খেলা ডেস্ক


জুলাই ১০, ২০২০
০৭:২২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
০৭:৪৭ অপরাহ্ন



জন্মদিনে ৩৫ শিশুর জীবন রক্ষায় সহায়তা দিচ্ছেন গাভাস্কার

সুনীল গাভাস্কারের আজ ৭১তম জন্মদিন। চিকিৎসাধীন ৩৫ শিশুর অস্ত্রোপচারে আর্থিক সহযোগিতা দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখছেন তিনি। ভারতের খাড়গড়ে সাই সঞ্জীবনী হাসপাতালে ৩৫জন শিশুর পাশে দাঁড়িয়েছেন টেস্ট ক্রিকেটে এক সময় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করাতে হবে। জন্মদিনে গাভাস্কার অস্ত্রোপচারে আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। গাভাস্কারের এই সাহায্য ৩৫ শিশুর জীবন বাঁচাবে বলে জানিয়েছে তারা।

ভারতের হয়ে গাভাস্কারের সেঞ্চুরিসংখ্যা ৩৫। এ জন্যই সংখ্যাটা বেছে নিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে গাভাস্কার বলেন, 'সাহায্য করার তো অনেক জায়গা আছে। শিশুদের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা পরিবারগুলোর সুখের উৎস, নতুন দিনের আশা।' গাভাস্কার গত বছরও ঠিক একইভাবে নিজের জন্মদিন পালন করেন।

শিশুদের পাশে দাঁড়ানোর পেছনে নিজের ভাবনাও জানালেন ভারতের সাবেক এ ওপেনার, 'দুঃখজনকভাবে হৃদপিণ্ডের জন্মগত সমস্যাটা ভারতে খুব বেশি দেখা যায়। অনেকেই বাঁচতে পারে না। বেশিরভাগই দরিদ্র পরিবার। কিন্তু দেশে চিকিৎসাসেবা সীমিত। হার্ট টু হার্ট ফাউন্ডেশন, যাদের সঙ্গে আমি কাজ করি, তারা সাই সঞ্জীবনী হাসপাতালে অসংখ্য শিশুকে বিনামূল্যে জীবন উপহার দিচ্ছে।'

এএন/০৭