খেলা ডেস্ক
জুলাই ১৩, ২০২০
০৮:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২০
০৮:৫১ পূর্বাহ্ন
রূপালী পর্দায় আসছেন অবসরপ্রাপ্ত ক্রিকেটার রকিবুল হাসান। তাঁর জীবন কর্ম নিয়ে তৈরী হচ্ছে সিনেমা। মাঠের খেলা ছাড়লেও ক্রিকেট থেকে দূরে থাকেননি তিনি। ম্যাচ রেফারি হিসেবে মাঠে থাকছেন। বিসিবি’র সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন লম্বা সময় ধরে বিভিন্ন ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে। ক্রিকেটীয় জীবনে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের গর্ব করার মতো অতীত আছে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। লড়েছেন দেশ স্বাধীনের লড়াইয়ে। আর মুক্তিযুদ্ধ শুরুর আগেও লড়েছেন ব্যাটে জয় বাংলা লোগো লাগিয়ে। সবমিলিয়ে খেলার মাঠে এবং মাঠের বাইরে রকিবুল হাসান মানেই দারুণ এক ঝলমলে ক্যারেক্টার। এমন চরিত্রের চিত্রণকে তো সিনেমায় রূপ দেওয়া যেতেই পারে- এই চিন্তা থেকেই রকিবুল হাসানের যাপিত জীবন এবার আসছে সেলুলয়েডের পর্দায়। কোনো ওয়েব সিরিজ নয়, একেবারে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!
এই উদ্যোগে রকিবুল হাসানও খুশি- ‘আমি এই বিষয়ে পরিচালক ও প্রযোজককে চূড়ান্ত অনুমতি দিয়েছি। তবে সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমার জীবনের এই গল্পে কোনো অসত্য কাহিনীর সংযোজন করা যাবে না। গল্পের প্রয়োজনে হয়তো অনেক পারিপার্শ্বিকতা আসতে পারে, কিন্তু কোনো ধরনের কাল্পনিক বা বাস্তবতা বিবর্জিত বিষয় এতে জুড়ে দেওয়া যাবে না।’
এই ছবি পরিচালনার দায়িত্বে আছেন বান্টি আফজাল। প্রয়োজক হলেন রুমানা শারমিন স্বাতী। কাহিনী ও চিত্রনাট্যে লেখার কাজে থাকছেন লেখক ও সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
এএন/০৬