নাটকের নাম ‘সাহেদনামা’

এশান আওসাদ


জুলাই ২৬, ২০২০
১২:০৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২০
১২:০৯ পূর্বাহ্ন



নাটকের নাম ‘সাহেদনামা’

দেশের আট-দশটা প্রতারকের মতোই ছিলেন মো. সাহেদ করিম। জালিয়াতি যাদের পেশা-তাদের কাজ প্রভাবশালীদের আনুকল্য লাভ করে, প্রতিপত্তি প্রতিষ্ঠা করা। সাহেদ ছিলেন সেই কিসিমের লোক। পরে সুযোগের সদ্ব্যবহার করে রাঘব-বোয়াল হয়েছিলেন।  

দেশে হাজার সাহেদ-সাবরিনা আছে। এদেরকে যাদের দমানোর কথা ছিল, তারা প্রশ্রয় দিয়েছেন। সুযোগে সাহেদ কাছে গিয়েছেন। ছবি তুলেছেন। সেই ছবি টাঙ্গিয়ে রেখেছেন নিজের অফিসে। মানুষ তা দেখে সমীহ করেছে। সাহেদ মিডিয়াকে হাত করেছেন। সঞ্চালক হয়েছেন। বক্তা হয়েছেন। নীতির বুলি আওড়িয়েছেন অহরহ। দেশের মানুষকে বোকা বানিয়েছেন। এই পরিচিতির জাল বিস্তার করে মানুষের সরলতার সুযোগ নিয়েছেন।

ক্ষমতার দাপটে সাহেদ একটির পর একটি অন্যায় করে গেছেন। এক সময় সাহেদ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

এবার কথা হলো, সাহেদের জালিয়াতি ধরা পড়ার পর তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা স্বাভাবিক ঘটনা। আইন-শৃঙ্খলা বাহিনীর এটি কাজ। এ নিয়ে লঙ্কাকা- করার কী আছে! 

আশে-পাশে হাজার হাজার শাহেদ-সাবরিনারা ঘুরে বেড়াচ্ছে। তাদের ধরুন। তাদের গডফাদারদের ধরুন। তাদের কার্যকলাপ সিনেমাকেও হার মানাবে। 

 

লেখক : গদ্যকার