নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২০
০৬:২৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৬:২৯ পূর্বাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে নয় হাজার। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৬০ জন। এসময়ে কারও মৃত্যু হয়নি।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৯১ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন এবং হবিগঞ্জ জেলায় ৮ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৩৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮০৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৮০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ২৪২ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৪ হাজার ৬৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৬০৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৯১ জন, হবিগঞ্জের ৯১২ জন ও মৌলভীবাজার জেলার ৭৫৪ জন।
করোনা আক্রান্ত ১৫০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫১ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনএইচ/বিএ-০৮