প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরব বিয়ানীবাজার বিএনপি

বিয়ানীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২০
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
১১:৩৪ অপরাহ্ন



প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরব বিয়ানীবাজার বিএনপি

কোথাও খোঁজ নেই সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির নেতাদের। দলের প্রতিষ্ঠাবার্ষিকীও অতিবাহিত হয়েছে নীরবে। দলের প্রতিষ্ঠার দিনটিকে ঘিরে নেই নেতাকর্মীদের উচ্ছ্বাস কিংবা হাঁকডাক। কে কোথায় আছেন- সে খবরও জানেন না দলীয় কর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়িয়েছেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নজরুল খান এবং পৌরসভায় আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করছেন নুরুল হুদা বাবুল। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তারা কোথায়, কারা তাদের আড়াল করছেন- এসব প্রশ্ন উঠে এসেছে উপজেলাবাসীর মাঝ থেকে।

বিয়ানীবাজারে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও ভোটের রাজনীতিতে বেশ এগিয়ে। এই আসন থেকে বিএনপির নেতাকর্মী আর ধানের শীষ সমর্থকদের ভোটে একাধিকবার সাংসদ নির্বাচিত হন ডা. সৈয়দ মকবুল হোসেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা প্রতিকুলতার মধ্যেও বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট পেয়ে তাক লাগিয়ে দেন। এছাড়াও একাধিক উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী আব্দুল মন্নান শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। গত পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী আবু নাসের পিন্টু ২য় স্থান অধিকার করেন। এখানকার এলাকাভেদে বিএনপি তথা ধানের শীষের প্রচুর ভোট রয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা দায়িত্বপালন করছেন। এরপরও কেন যেন সাংগঠনিকভাবে বেশ দুর্বল এই দলটি- এমন মন্তব্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি এডভোকেট মো. আমান উদ্দিনের।

বিয়ানীবাজার বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অচিরেই উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে। বর্তমানে আহ্বায়ককে দিয়ে দলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। উপজেলা ও পৌর এলাকায় আহ্বায়ক নির্বাচন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে স্থানীয়ভাবে দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। 

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল খান জানিয়েছেন, তারা দুই-একদিনের মধ্যে ঘরোয়াভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন।

উপজেলা বিএনপির আরেক নেতা আখতার হোসেন খান জাহেদ বলেন, 'কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় উপজেলাভিত্তিক প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা সম্ভব হয়নি।'

উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, 'আহ্বায়ক হয়তো কোথাও বিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। রাতে খবর পাওয়া যাবে। আর আমি অসুস্থ থাকায় কোনো কর্মসূচিতে যোগদান করতে পারিনি।'

অভিভাবক সংগঠন বিএনপির পথ ধরে দলের অপর সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল নীরব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোথাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া যায়নি।

 

এসএ/আরআর-০৩