সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৫
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২৫
১২:০১ পূর্বাহ্ন
ভারতের সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স (আইসিসিআর) ৭৫ বছর পুর্তি উদযাপন করেছে। এই উপলক্ষ্যে গত শনিবার (১২ এপ্রিল) ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের উদ্যোগে নগরের উপশহরস্থ রোজভিউ হোটেলের আলোচনা কক্ষে সন্ধ্যে ৭টায় সিলেট অঞ্চলের আইসিসিআর স্কলারদের নিয়ে মতবিনিময় সভা করে।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী হাই কমিশনার মি. শ্রী চন্দর শেখর। হাইকমিশনের দ্বিতীয় সচিব মি. মানস কুমার মুস্তাফি বাংলাদেশী বিশিষ্ট স্কলারদের স্বাগত জানান এবং মতবিনিময় সভা সঞ্চালনা করেন। মতবিনিময়কালে স্কলাররা ভারতে তাঁদের মূল্যবান সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে এই স্কলারশিপের আওতায় শিক্ষা শেষে অর্জিত ডিগ্রি ও দক্ষতা তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে কীভাবে কাজে আসছে তা বর্ণনা করেন।
বক্তব্য রাখেন-আইসিসিআর ড. হিমাদ্রী শেখর রায়, ড. তুলসী কুমার দাস, ড. নিয়াজ আহমেদ, ড. মাসুদ সরকার, ড. আবদুল্লাহ আল মামুন, ড. শামীমা নাসরিন, অঞ্জয় রঞ্জন দাস, অংশুমান ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন লেখক সঞ্জয় কুমার নাথ, সাংবাদিক রবিকিরণ সিনহা, শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী।
মি. শ্রী চন্দর শেখর বলেন, ভারত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক ও কৃষ্টি বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে সর্বদা আগ্রহী। তিনি ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং শিক্ষার সৌন্দর্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে আন্তবিনিময়ে আইসিসিআর স্কলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
শ্রী মানস কুমার মুস্তাফী উল্লেখ করেন-আইসিসিআর ১৯৫০ সালের ৯ এপ্রিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই বৃত্তিটি বিভিন্ন দেশের মেধাবীদের জন্য সক্ষমতা বৃদ্ধি এবং বিকাশের জন্য শিক্ষার চমৎকার সুযোগ সৃষ্টি করেছে।
এছাড়া মতবিনিময়কালে বক্তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন নিয়ে আলোচনা করেন। মতবিনিময় শেষে প্রতিষ্ঠিত আইসিসিআর স্কলারদের বক্তব্য ও ভারতের আকর্ষনীয় পর্যটন শিল্পের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।