বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন



বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেটের বিশ্বনাথের সড়কগুলো দ্রুত সংস্কার করে যাত্রীদের চলাচলের উপযোগী করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা পরিবেশ ও নদী রক্ষা পরিষদের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত সড়ক সংস্কারের নামে অনেক অংশের পিচ ঢালাই তুলে সংস্কার না করেই ফেলে রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন সংগঠন সড়ক সংস্কারের জন্য বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করার পরও সড়কগুলো সংস্কার কাজ হচ্ছে না। জরাজীর্ণ সড়ক দিয়ে প্রতিদিন লাখো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন এবং প্রায় প্রতিদিন অসংখ্য ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। উক্ত সড়ক দিয়ে কোনো মুমূর্ষু রোগী অথবা গর্ভবর্তী নারীকে উপজেলা/জেলা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। লোকমুখে শোনা যাচ্ছে, স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটির এমন বেহাল অবস্থা আর কখনও দেখা যায়নি। সড়কটির অবস্থা দেখে মনে হচ্ছে আমরা বিশ্বনাথবাসী অভিভাবকহীন অবস্থায় বসবাস করছি। আমাদের দেখার যেন কেউ নেই। উক্ত সড়ক ছাড়াও বিশ্বনাথ উপজেলার গুরুত্বপূর্ণ ২১ সড়ক ও প্রায় অর্ধশত গ্রামীণ সড়ক ভেঙ্গে ও গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনুপযোগী হওয়ার পথে রয়েছে। তারা সড়কগুলো দ্রুত সংস্কার করার জোর দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মোসাদ্দিক হোসেন সাজুল, যুগ্ম-আহ্বায়ক ছায়েদ মিয়া, সদস্য সচিব আলী আফসান দুলাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা পরিষদের সদস্য ফয়েজ আহমদ, সায়েম আহমদ, আল-আমিন, সেলিম আহমদ প্রমুখ।

 

এমএ/আরআর-১৩