খাদিমনগরে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



খাদিমনগরে কিশোর খুন

সিলেট সদর উপজেলার খাদিমনগরে পূর্ব বিরোধের জের ধরে তানভীর আহমদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, খাদিমনগরের ইউনিয়নের ছালেহপুর গ্রামের শফিক মিয়া ও আব্দুল গণির মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে শফিক মিয়ার ছেলে তানভীরের উপর একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে হামলা চালায়। এসময় তারা তানভীরের মাথায় ও ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় তানভীর নামের একজন নিহত হয়েছেন।ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসি/বিএ-১০