গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নির্দেশে ও টিআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ ছোট-বড় ৪০/৪৫টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করে দেওয়া হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, হাইড্রোলিক হর্নের কারণে শব্দ দূষণ হয়। হর্ন ব্যবহারের অনুমতি না থাকলেও অনেকে অবৈধভাবে এ হর্ন ব্যবহার করে আসছে। হর্ন ব্যবহার বন্ধে পুলিশ আজ অভিযান চালিয়ে ৪০/৪৫টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করেছে। ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে।
এফএম/আরআর-০৬