রবিবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন



রবিবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংস্কার কাজের জন্য আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ দিন সকালে দুই ঘন্টা সিলেট নগরের অনেক এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট নগরের সার্কিটহাউজ, খাসদবীর, বিমানবন্দর এলাকা, আম্বারখানা, এমসিকলেজ,  ঘাসিটুলা, স্টেডিয়াম , বড়বাজার, আম্বরখানা, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, দারুস সালাম, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেটকলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকর ঘাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী জানান, আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) পিজিসিবি কর্তৃক কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার (১) ইনকামিং ফিডারের বিদ্যমান সিঙ্গেল লুপ ডাবল করার কাজ করা হবে। এ কাজের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাসমূহে সকাল ৬টা থেকে সকাল ৮টা- এই দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিএ-১৮