ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২০
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
১২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বেগমপুর বাজার নামক স্থানে সিলেটগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৩-৯৭০৭) চাপায় ঘটনাস্থলেই নাঈম আহমদ (১৫) নামের ওই বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়। নিহত নাঈম আহমদ উপজেলার চাতলপাড় মোকামপাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
ইউডি/আরআর-০৪