গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মাওলানা আব্দুর রহীমের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের গির্দ্দ ক্লাব মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে হাজারও মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা আব্দুল হালিম। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুহিউসুন্নাহ চৌধুরী নির্জিস, অ্যাডভোকেট আব্দুর রকিব, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলার রুহিন আহমদ খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল আলম ফয়ছল, বিশিষ্ট মুরব্বী হাফিজুর রহমান চৌধুরী (মগল) মিয়া, এনু মিয়া, আশুক মিয়া, আব্দুল কাদির আজি, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, কাউন্সিলার জহীর উদ্দীন সেলিম, জবান আলী, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, মাওলানা আব্দুল জলীল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, যুবলীগ নেতা আব্দুস ছালাম, ইউপি সদস্য মুজিবুর রহমান মলিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রুফ, উপজেলা জাতীয় পার্টি নেতা জালাল আহমদ চৌধুরী।
উল্লেখ্য শুক্রবার সকাল পৌনে ১০ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আব্দুর রহীম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুর রহীম দীর্ঘ ৩৭ বছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।
এফএম/বিএ-১৯