নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় নাঈম আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত নাঈম উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গোজাতলি গ্রামের সুলেমান আহমদের ছেলে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিশোর নাঈম বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার পর সিলেটগামী একটি প্রাইভেটকার নাঈমকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বেগমপুর রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে সিলেট-ঢাকা মহসড়কে উঠার সময় সিলেটগামী দ্রুতগতির ওই প্রাইভেটকার নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের লাশ উদ্ধার করে।
বিএ-০২