টিকটকের সঙ্গে পাল্লা দেবে ইউটিউবের ‘শর্টস’

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন



টিকটকের সঙ্গে পাল্লা দেবে ইউটিউবের ‘শর্টস’

টিকটকের মতো ভিডিও ফিচার আনল ইউটিউব। তাদের ফিচারটির নাম শর্টস। প্রতিটি শর্টস ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড। ব্যাকগ্রাউন্ড টিউন হিসেবে এতে ইউটিউবের লাইসেন্স প্রাপ্ত মিউজিক যুক্ত করা যাবে।

ভিডিওর সময় দেখা যাবে টাইমার ও কাউন্টডাউন। চাইলে নিয়ন্ত্রণ করা যাবে রেকর্ডিং স্পিড। কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও বানানোরও সুযোগ থাকবে।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটিতে মাসে ২০০ কোটি ব্যবহারকারী প্রবেশ করে। তাই নতুন প্রজন্মের মোবাইল কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি আরও বড় করতে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তারা। আপাতত শুধু ভারতে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশেও ফিচারটি ব্যবহার করা যাবে।

গত আগস্টে টিকটকের বিকল্প হিসেবে রিলস নামের একটি ফিচার উন্মুক্ত করে ইনস্টাগ্রাম। তবে এতে টিকটকের জনপ্রিয়তা কমেনি বরং টিকটকে আপলোড করা ভিডিওই রিলসে রিআপলোড করছেন ভিডিও ক্রিয়েটররা। তবে ইনস্টাগ্রাম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম। তাই শর্ট ভিডিও ক্রিয়েটরদের মন জয়ের ক্ষেত্রে ইনস্টাগ্রামের চেয়ে ইউটিউবের চ্যালেঞ্জ বেশি কঠিন হবে।

এএফ/০৪