জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ০৮, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ১০ অক্টোবর মেয়র পদে উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করে জগন্নাথপুর পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'জগন্নাথপুরের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের পতাকাতলে আজীবন সমর্থন জানিয়ে আসছেন। প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, হুমায়ুন রশীদ চৌধুরীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে সুনামগঞ্জের সন্তান হিসেবে দেশজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আপনারা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে তিনি সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসব ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি জগন্নাথপুর পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনা মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সদস্য সৈয়দ মাসুম আহমদ প্রমুখ।
এএ/আরআর-০৭