জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন
শামীম আহমদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণীকে ধর্ষণ ও তার বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনার প্রধান আসামি শামীম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেততলা গ্রাম থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ডিবি পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর থানার পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করেছে। তাকে জগন্নাথপুর থানায় নিয়ে আসা হচ্ছে।'
প্রসঙ্গত, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১টায় গোতগাঁও গ্রামের ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদসহ কয়েকজন বখাটে আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে আনোয়ার মিয়ার মেয়ের খোঁজ করে। মেয়েকে না পেয়ে আনোয়ার মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পেটায় তারা। আনোয়ার মিয়ার স্বামীহীন মেয়ে গোঁতগাঁও গ্রামের ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং তার ভয়ে বাড়ি ছেড়ে লুকিয়ে থাকায় তরুণীর বাবাকে শামীম আহমদ ও তার লোকজন বেধড়ক মারধর করেছে মর্মে অভিযোগ জানিয়ে ৫ জনকে আসামি করে গত মঙ্গলবার (৬ অক্টোবর) জগন্নাথপুর থানায় মামলা করেন। ওই মামলার প্রধান আসামি শামীম আহমদ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এ ঘটনায় পুলিশ এর আগে আরও ৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
এএ/আরআর-০৭