জগন্নাথপুরে দুই মেয়র প্রার্থীর উপনির্বাচন বর্জন

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২০
১১:১৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১১:১৮ অপরাহ্ন



জগন্নাথপুরে দুই মেয়র প্রার্থীর উপনির্বাচন বর্জন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন ঘোষণা করেছেন দুই মেয়র প্রার্থী। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে ৪টায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাঁরা। 

বর্জনকারীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম (জগ)। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, 'সরকারি দলের লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দিয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে। তাই এ নির্বাচন আমি বর্জন করেছি।'

স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম বলেন, 'আমার বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করে ইকড়ছই, ভবানীপুর. আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুরের আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালসহ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক জাল ভোটের মাধ্যমে কারচুপি করা হয়েছে। এজন্য নির্বাচন বর্জন করেছি।'

তবে নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করায় তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'আমাদের নিকট কোনো প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেননি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।'

পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে এই শূন্য পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ, প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতী ফুটবলার আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন)।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৫৫৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮ জন আর নারী ভোটার ১৪ হাজার ২২১ জন। ভোট কেন্দ্র ছিল ১১টি, নির্বাচনে দায়িত্বে ছিলেন ১০ জন ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৪৪ জন পোলিং কর্মকর্তা।

 

এএ/আরআর-০৫