ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২০
১১:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১১:২৬ অপরাহ্ন



ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

সম্প্রতি দেশজুড়ে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও’ স্লোগানে সামাজিক সংগঠন 'স্বপ্নচূড়ার' আয়োজনে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বপ্নচূড়া'র সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আবির হাসান-মানিকের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু।

আরও বক্তব্য দেন, আবুল হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গনেশ তালুকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শিকদার, স্বপ্নচূড়া'র সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন রাফি, সহ-সভাপতি কামাল হোসেন জনি, সদস্য নাজমুল হাসান রাসেল, তরুণ ছাত্রনেতা জুবায়ের আহমেদ, হুমায়ুন আহমেদ, সুজন আহমেদ, আবুল কাসেম, আযহারুল ইসলাম সোহাগ, সাজ্জাদ আল মামুন, নূরপুর আশার প্রদীপ যুব সংঘের প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাদীন প্রমুখ। 

শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শুরু থেকে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অনেকেই জড়ো হন বাদাঘাট বাজার মেইন রোডে। স্লোগানে স্লোগানে মুখর ছিল এ প্রতিবাদ কর্মসূচি।

 

এএইচ/আরআর-০৬