ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সুজন তাহিরপুরের প্রতিবাদ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১১, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন



ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সুজন তাহিরপুরের প্রতিবাদ সমাবেশ

'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ' এ স্লোগানে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তাহিরপুর উপজেলা শাখা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সুজন- সুশাসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন শরীফ বিপ্লব এর সঞ্চালনায় ও সভাপতি মুক্তিযোদ্ধা হারুন রশীদ এর সভাপতিত্বে তাহিরপুর বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন সুজন সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি বাহা উদ্দিন, মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুরুল হুদা, শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক পাখিরুল মিয়া, অর্থ সম্পাদক দীন ইসলাম, সহ-প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহাগ, মানবাধিকার সম্পাদক তোজাম্মিল হক নাসরুম।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক, সদস্য আফজাল হোসেন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, সাব্বির আহমেদ, ব্যবসায়ী সামায়ুন কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা যৌন সহিংসতা প্রতিরোধে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এএইচএম/এএফ-০২