জগন্নাথপুরে দুই টমটমের সংঘর্ষে আহত ১৩

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



জগন্নাথপুরে দুই টমটমের সংঘর্ষে আহত ১৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই টমটম (ইজিবাইক) গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত হয়েছেন ১৩ জন। 

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের পাইলগাঁও ইউনিয়নের সাতা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইলগাঁও বোর্ডিং এলাকা থেকে একটি টমটম গাড়ি যাত্রী নিয়ে সাতা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। আহত হন শিশুসহ ১৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

 

এএ/আরআর-০৫