ছাতক প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে পুকুরের পানিতে ডুবে সুহেল মিয়া (২১) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামে এ ঘটনা ঘটেছে। সুহেল মিয়া উত্তর কুর্শি গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী সুহেল মিয়া দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগে ভুগছিলেন। সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ছাতক থানার পুলিশকে অবহিত করে মরদেহ দাফন করা হয়েছে।
এমএ/আরআর-০৭