ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

ছাতক প্রতিনিধি


অক্টোবর ১২, ২০২০
০৯:০০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৯:০০ অপরাহ্ন



ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের ছাতকে খাল দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) ও নুরুল ইসলামকে (৩৫) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা খালের খাইরগাঁও-আকুপুর এলাকায় মাছ আটকানোর জন্য খালে গাছের ডালপালা দিয়ে বেড়া দিতে গিয়ে দুইপক্ষ খালের দাবি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের কথা নিশ্চিত করে কালারুকা ইউনিয়ন পরিষদের সদস্য সদরুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

 

এমএ/আরআর-০৮