দক্ষিণ সুনামগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

'দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, দক্ষিণ সুনামগঞ্জ এর আয়োজনে দিবসটি পালন করা হয়।  

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়সল চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পিআইও অফিসের ফারুক মিয়া, হরিপদ দাস, মিঠু চক্রবর্তী প্রমুখ।

 

এসটি/আরআর-০৭