জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২০
১০:০০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন
জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চিত্রশিল্পী প্রণব বণিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী ৭ম দ্বি-বার্ষিক চিত্র প্রদর্শনী আজ রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে সকাল ১১টায় এ চিত্র প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া।
পরে জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে এবং শিক্ষিকা শিপা বেগম ও কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, চিত্রশিল্পী রুহুল আমিন তারেক ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন।
আর্ট স্কুলের বর্তমান অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল বলেন, ‘চিত্রশিল্পী প্রণব বণিক শুধু আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন না, তিনি ছিলেন এ প্রতিষ্ঠানের প্রাণশক্তি। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে কর্মের মাধ্যমে স্মরণীয় করে রাখতে এ চিত্র প্রদর্শনী ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।’
এএ/বিএন-০৩/আরআর-০৩