করোনায় মারা গেলেন সুনামগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলী

সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২২, ২০২০
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
১২:২০ পূর্বাহ্ন



করোনায় মারা গেলেন সুনামগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এম এ মালেক। আজ রবিবার (২২ নভেম্বর) সকালে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন।

জানা গেছে, এম এ মালেক ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। 

সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ জন আর মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮২ জন।

 

এসএস/বিএন-০৫/আরআর-০৫