ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম মধ্য বাজারে আজ রবিবার (২২নভেম্বর) সকাল ১১টার দিকে করোনাভাইরাস সংক্রমণরোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সেলবরষ ইউনিয়ন বিট পুলিশ এই সভার আয়োজন করে। সেলবরষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সেলবরষ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, সেলবরষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন প্রমুখ।
এসএ/আরআর-১০