ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সহায়তা প্রদান

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৩, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন



ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সহায়তা প্রদান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র উদ্যোগে ওই ইউনিয়নের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। 

এসব সামগ্রীর মধ্যে ছিল, চাল, মসুরের ডাল, সোয়াবিন তেল, চিড়া, লবন, চিনি, মুগ ডাল, ছোলা ডাল, বালতি, প্লাস্টিকের মগ, সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি প্যাড, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র কর্মসূচি কর্মকর্তা নিরাপদ হালদারের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সংস্থার উপজেলা কর্মসূচি ব্যবস্থাপক সাগর জন কস্তা প্রমুখ।

 

এসএ/আরআর-১২