জগন্নাথপুরে ৩টি বোমা মেশিন ধ্বংস

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ২৩, ২০২০
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ৩টি বোমা মেশিন ধ্বংস

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নৌকাভর্তি বালু, ৩টি বোমা মেশিন এবং বালু তোলার পাইপ লাইন আটক করা হয়েছে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর রানীগঞ্জ বাজারের লঞ্চঘাট চন্দন গাছ এলাকা থেকে একটি মহল অবৈধভাবে বেশ কিছুদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এ অভিযোগ পেয়ে জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত প্রশাসনের লোকজন নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু ভর্তি দু’টি নৌকা, ৩টি বোমা মেশিন ও পাইপ লাইন জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়।

পরে ৩টি বোমা মেশিন ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া পাইপ লাইন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৩২ হাজার ঘনফুট বালু ঘটনাস্থলে ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত বলেন, ‘রানীগঞ্জে অবৈধভাবে একটি মহল নদী থেকে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি এবং মালামালগুলো ধ্বংস করেছি।’

 

এএ/বিএন-০১/আরআর-০১