জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জেল-জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ২৪, ২০২০
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
১১:১৪ অপরাহ্ন



জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জেল-জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া একই কারণে আরও ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ড প্রদান করেন।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল ও কেশবপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। আর রুবেল মিয়া (২১) নামের একজন জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এএ/বিএন-০১/আরআর-০২