তাহিরপুর প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২০
১১:২৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১২:১১ পূর্বাহ্ন
দেশের প্রাচীনতম দৈনিক পত্রিকা ‘সংবাদ’র ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা এক জরুরি আলোচনায় এ শোক প্রকাশ করেন।
খন্দকার মুনিরুজ্জামানের মৃত্যুতে সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক সমকাল), সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু (যায়যায়দিন), সাধারণ সম্পাদক আলম সাব্বির (ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (সংবাদ), অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ (ভোরের কাগজ), আবির হাসান মানিক (দৈনিক দেশ) প্রমুখ ।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এএইচ/বিএন-০২/আরআর-০৪