ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউএনও'র সরকারি বাসভবন প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও ইউএনও মো. মুনতাসির হাসান।
ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সংবর্ধিত বিদায়ী অতিথি ডা. ঝন্টু সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পল্লী জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।
এসএ/আরআর-১৬