দিরাই প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
২০২০-২০২১ অর্থবছরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বিভিন্ন হাওররক্ষা বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় জরিপ কাজের উদ্বোধন করেন উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং পাউবো'র দিরাই উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী, দৈনিক মানবজমিন পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদসহ পাউবো'র মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী বলেন, 'এ বছর উপজেলার মোট ৯টি হাওরে ৯৭ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধে ৩টি সার্ভে টিম কাজ পরিচালনা করছে। আশা করছি ১ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।'
এএইচ/আরআর-১৮