দিরাই প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে দিরাই উচ্চবিদ্যালয়ের মাঠে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ মেলার স্টল পরিদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি দেখেন।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ'র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় প্রমুখ।
এএইচ/আরআর-২০