ছাতকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায়

ছাতক প্রতিনিধি


নভেম্বর ২৫, ২০২০
১১:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১১:০১ অপরাহ্ন



ছাতকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায়

শীতে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে ছাতকে পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ পথচারীকে ১হাজার ১শত টাকা  ও অধিক মুল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।  অভিযানে তিনি ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় পথচারীদের কাছ থেকে  জরিমানা  আদায় করেন। 

এ দিকে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল জাউয়াবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় চলাচলরত যানবাহনে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের কাছ থেকে ১ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন।  

প্রায় দেড় ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর মানুষদের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করেন তারা।

সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।

এমএ/বিএ-০৭