ধর্মপাশায় ইউপি সদস্যের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন



ধর্মপাশায় ইউপি সদস্যের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ফারুক নগর গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ গ্রামের সামনের মাঠে জানাজার নামাজ শেষে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএ/আরআর-০৬